স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ডিসেম্বর : এনইসির বৈঠক নিয়ে রাজ্যজুরে কড়া নিরাপত্তা ব্যাবস্থার ছয়লাপ, এনিয়ে গত দু তিন যাবত রাজ্যের পুলিশ প্রশাসন থেকে সাধারণ প্রশাসনের দৌড়ঝাঁপ প্রত্যক্ষ করা গেছে। এরই মাঝে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য পুলিশের গাড়িচালকদের বদান্যতায় ঘটে গেল বিপত্তি। এই বৈঠক কে ঘিরে সাত রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল সহ পদস্থ আধিকারিকরা রাজ্যে আসবেন এটা সকলেরই জানা । বৃহস্পতিবার থেকেই প্রশাসনিক তৎপরতা অনেকটাই বৃদ্ধি পায়। শুক্রবার থেকে রাজ্যে সকলের আগমন ঘটবে বলে আগাম এই আগে থেকেই জানা ছিল প্রশাসনের।
ইতিমধ্যেই মিজোরাম সহ পার্শ্ববর্তী সাত রাজ্যের ভিভিআইপিদের গাড়ি গুলো রাজ্যে এসে পৌঁছায়। এদিন দুপুর থেকেই ভিভিআইপিদের চলাচলের লক্ষ্যে চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয় শহর আগরতলায়। কিন্তু সন্ধ্যায় আগরতলার হারাধন সংঘ হয়ে উত্তর গেইট যাওয়ার পথে রাজ্য পুলিশের একটি পাইলট কারের চালকের কান্ডজ্ঞান হীনতায় ঘটে বিপত্তি। চূড়ান্ত মহড়া চলাকালীন আচমকাই মাঝপথে ব্রেক কষেন পাইলট কারের চালক। এতে পেছনে থাকা পরপর তিনটি গাড়ি একে অপরকে ফজরে ধাক্কা দেয়।
ঘটনার পর দ্বায়নিতে অস্বীকার করেন রাজ্য পুলিশের গাড়ি চালক। শুরু হয় অভিরাজ্যের যানচালকদের সাথে বচসা। একটা সময়ের পরে মিজোরাম থেকে আশা গাড়ি চালকরা কষ্ট তো জানিয়ে দেন রাজ্য পুলিশের গাড়ি চালকরা গান চালনার সাধারণ জ্ঞানটুকু রাখেন না যার ফলেই ঘটে এদিনের এই দুর্ঘটনা। তারা আগামীকাল থেকে গাড়ি চালাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন। যদিও এই ঘটনার পর পশ্চিম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর্থক ভূমিকা গ্রহণ করেন। এখন কথা হচ্ছে ভিভিআইপি প্রটোকল, কড়া নিরাপত্তা ব্যবস্থা তারউপর গোটা শহর জুড়ে ট্রাফিক ও পুলিশের কয়লা থাকা সত্ত্বেও কি করে ঘটে এই বিপত্তি। আদতে মহিরাজ্যের যান চালকদের অভিযোগ যে বাস্তবেই সত্য তা আর বলার অপেক্ষা রাখে না।