Monday, January 13, 2025
বাড়িরাজ্যরাজনৈতিক সুবিধা নিতে গ্রেটার তিপরাল্যান্ডের দাবি তুলেছিলেন প্রদ্যোত : এস ডি পি

রাজনৈতিক সুবিধা নিতে গ্রেটার তিপরাল্যান্ডের দাবি তুলেছিলেন প্রদ্যোত : এস ডি পি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ডিসেম্বর : গত ১১ ডিসেম্বর এসডিপি দিল্লির যন্তর মন্তরে পৃথক রাজ্যের দাবিতে ধর্নায় বসেছিল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত পৃথক রাজ্যের জন্য আন্দোলন আগামী দিনে অব্যাহত থাকবে। এ লড়াইয়ের মূল উদ্দেশ্য হল এডিসি এলাকার জনজাতিদের অস্তিত্ব রক্ষার জন্য এই লড়াই। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে স্টেট ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই কথা বললেন সংগঠনের চেয়ারম্যান অঘোর দেববর্মা।

তিনি বলেন, বর্তমানে তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ এখন জনজাতি অংশের মানুষকে পৃথক রাজ্যের দাবি ভুলাতে কাজ করছে। তিনি রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যই এগুলি করে চলেছেন। এর জন্য দায়ী জনজাতি অংশের মানুষ। কারণ জনজাতি অংশের মানুষের সঠিকভাবে রাজনৈতিক নেতৃত্ব নির্ধারণ করার ক্ষমতা নেই। সঠিকভাবে যদি রাজনৈতিক নেতৃত্ব নির্ধারণ করতে পারত তাহলে বহু আগেই প্রদ্যুতের এ ধরনের কার্যকলাপের উপর প্রতিবাদ গড়ে উঠতো।

 তিনি তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণের আরো সমালোচনা করে বলেন, ক্ষমতায় আসার জন্য গ্রেটার তিপরাল্যান্ড দাবি করেছিলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। এবং জনজাতি অংশের মানুষকে ভুল বুঝিয়ে তিনি রাজনৈতিক ফায়দা লুটেছেন। তিনি মাইকেল মধুসূদন এর প্রসঙ্গ টেনে পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ কৃতি সিং দেববর্মণকে কামান দাগলেন। তিনি বলেন মাইকেল মধুসূদন দত্ত ইংরেজী লেখাতে কবি হওয়ার চেষ্টা করেছিলেন। এতে তিনি সাফল্য পেয়েছিলেন, কিন্তু ইংরেজরা তাকে কবি হিসেবে মেনে নেয়নি। তেমনি বর্তমান সাংসদ কৃতি সিং দেববর্মণ একেবারেই ককবরক জানেন না, কিন্তু নৃপেন বাবুরা ককবরক জানেন। কিন্তু বাঙালিরাও ককবরক জানে, অথচ তাঁরাই ককবরক জানেন না। তাঁদের কত বছর লাগে এই ককবরক শিখতে ? এগুলি নিয়ে কোন কিছু বলার নেই বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য