স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ডিসেম্বর : রহস্যজনক মৃত্যু ২৬ বছর বয়সি এক গৃহবধুর। মৃত গৃহবধুর নাম রেশমী দেববর্মা। বাড়ি লেম্বুছড়া এলাকায়। বৃহস্পতিবার মৃত অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, গৃহবধূর পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। তবে হাসপাতাল মৃত অবস্থায় আনা হয়েছে। নাক দিয়ে রক্ত বের হয়েছে।
মৃতদেহ ময়না তদন্তের পর স্পষ্ট হবে কিভাবে মৃত্যু হয়েছে। তবে জনজাতি গৃহবধুর মৃত্যুর ঘটনা জিবি হাসপাতালে অন্যান্য রোগীদের মধ্যে ব্যাপক গুঞ্জন সৃষ্টি করেছে। অনেকের ধারণা এটা খুন, কারণ শরীরে রক্তের ছাপ রয়েছে। যাইহোক ময়না তদন্তে রিপোর্টে মৃত্যুর কারণ সামনে আসবে বলে মনে করছেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে মৃত গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাসপাতাল চত্বরে।