Tuesday, January 21, 2025
বাড়িরাজ্যদিব্যাঙ্গনদের বিভিন্ন সমস্যা সমাধান হলে তাদের ভবিষ্যৎ যেমন উজ্জ্বল হবে, রাজ্যের ভবিষ্যতও...

দিব্যাঙ্গনদের বিভিন্ন সমস্যা সমাধান হলে তাদের ভবিষ্যৎ যেমন উজ্জ্বল হবে, রাজ্যের ভবিষ্যতও উজ্জ্বল হবে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ ডিসেম্বর : বুধবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে খেলো ত্রিপুরা প্যারা গেইমসের উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রাজ্যভিত্তিক দুদিনের খেলো ত্রিপুরা প্যারা গেইমসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, এ বছর রাজ্যে খেলো ত্রিপুরা প্যারা গেমসের দ্বিতীয়বার অনুষ্ঠিত হচ্ছে।

আজকে প্রতি বিভাগে খেলা দেখে মনে হচ্ছে তাদের জন্য সরকারের আরো বেশি কাজ করা উচিত। দিব্যাঙ্গরা আমাদের কাছে সমাজের একটা বোঝা। এই ভাবনা ছিল আগে। কিন্তু বর্তমানে এ নিয়ে ভাবনার কোন অবকাশ নেই। সমান অধিকার রয়েছে দিব্যাঙ্গদেরও। তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন শারীরিকভাবে দুর্বল দিব্যাঙ্গণদের বিভিন্ন সমস্যা সমাধান করতে পারলে তাদের ভবিষ্যৎ যেমন উজ্জ্বল হবে, তেমনি রাজ্যের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ক্রিকেট দৌড় প্রতিযোগিতা, দাবা,লং জাম্প, কেরাম মিউজিকাল বল, মিউজিকাল চেয়ার সহ আরো বেশ কয়েকটি ইভেন্টে অংশগ্রহণ করবে দিব্যাঙ্গ খেলোয়াড়েরা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অলিম্পিক ভারতের সভানেত্রী ডঃ মল্লিকা নাড্ডা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দপ্তরের অন্যান্য আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য