স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর : মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে রাজীব গান্ধী পঞ্চায়েতী রাজ সংগঠনের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক তথা সংগঠনের প্রাক্তন চেয়ারপার্সন বীরজিত সিনহা, রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের চেয়ারপার্সন অভিজিৎ সরকার, প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী সহ বিভিন্ন জেলা থেকে আগত রাজীব গান্ধী পঞ্চায়েতীরাজ সংগঠনের কর্মকর্তারা।
বিধায়ক বীরজিৎ সিনহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ভারতবর্ষে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বিভিন্ন রাজ্যে বিভিন্ন আইনের মাধ্যমে ছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পার্লামেন্টে আইন করে সারা দেশে এক পঞ্চায়েতি আইন চালু করেছিল। আজকে এই কর্মসূচি মূল উদ্দেশ্য হলো যাতে প্রত্যেক পর্যায়ে এলাকায় সংগঠন গড়ে তোলে মানুষকে পঞ্চায়েতি রাজ সম্পর্কে অবগত করা যায়। এমনটাই জানিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা।