স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর : জাতীয় সড়কে নিরাপত্তা প্রশ্নের মুখে। এদিকে শীতের দিন হওয়ায় রাস্তাঘাট কুয়াশাচ্ছন্ন হওয়া স্বাভাবিক, অপরদিকে ঘুটঘুটে অন্ধকার। এর মধ্যেই রাস্তা সংস্কারের কাজ চলছে রাজধানীর ড্রপ গেট থেকে মিলন চক্র এলাকা। কোন ধরনের সতর্কতামূলক সাইনবোর্ড না ঝুলিয়ে প্রতিদিন রাত দশটা থেকে শুরু হচ্ছে কাজ।
সোমবার রাতে এলাকায় কাজ করার সময় এই দৃশ্য উঠে আসে। এলাকায় পাওয়া যায়নি কোন ইঞ্জিনিয়ারকে। যতদূর খবর কাজটি করা হচ্ছে পূর্ত দপ্তর থেকে ঠিকাদারের মাধ্যমে। কিন্তু ঠিকাদারের ভূমিকা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। হোক রাতে বা দিনে, যেকোনো সময় কাজ করার আগে সতর্কতামূলক সাইনবোর্ড ঝুলিয়ে দিতে হয়। কিন্তু তা না করে এভাবে রাতের বেলা কাজ করায় যে কোন বড়সড়ো দুর্ঘটনা ঘটতে পারে এলাকায়। কারণ গোটা এলাকায় রাতের বেলা দোকান পাট বন্ধ হয়ে যাওয়ার পর তেমন কোন আলোর ব্যবস্থা নেই। এক প্রকার ভাবে হিমশিম খেতে হয় যান চালকদের।
তার মধ্য দিয়ে দ্বিচক্র যান উন্মুক্ত ভাবে যাতায়াত করে। প্রায়ই এলাকায় দুর্ঘটনার সংগঠিত হয়। কিন্তু এর মধ্যে রাস্তা সংস্কারের কাজের কারণে বড় সড়ক দুর্ঘটনা সংঘটিত হতে পারে বলে ধারণা করছে পথচারীরা। ঠিকাদার এবং পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারকে কাজ করার সময় নির্দিষ্ট সতর্কতামূলক নিয়মাবলী সম্পর্কে অবগত হয়ে কাজ করার প্রয়োজন বলে দাবি উঠছে। যদি তাদের কারণে কোন ধরনের দুর্ঘটনা এলাকায় ঘটে তাহলে এর জবাব তারা দিতে পারবে না। মানুষের জীবন সংকটেও করতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন স্থানীয়রা। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে ছুটে আসেন ঠিকাদার। তিনি জানান এ বিষয়ে চিঠি দিয়ে অবগত করা হয়েছে ট্রাফিক দপ্তরকে। কিন্তু ট্রাফিক দপ্তর থেকে যদি কোন ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তিনি কিছু করতে পারবেন না।