Sunday, January 26, 2025
বাড়িরাজ্যমহারাজগঞ্জ বাজার থেকে টমটম চুরি

মহারাজগঞ্জ বাজার থেকে টমটম চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ডিসেম্বর :  দিন দুপুরে রাজধানীর মহারাজগঞ্জ বাজার থেকে টমটম চুরি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। টমটমের কর্ণধারের নাম ইন্দ্রজিৎ বণিক। তিনি জানান, সোমবার দুপুর একটা নাগাদ মহারাজগঞ্জ বাজারের শনি মন্দিরের সামনে টমটমটি রেখে বাজার করতে গিয়েছিলেন। ১০ মিনিট পর বাজার করে এসে দেখে টমটমটি নেই। সাথে সাথে মহারাজগঞ্জ ফাঁড়িতে গিয়ে একটি চুরির মামলা দায়ের করেন। টমটমের নম্বর টি আর ০১ ই আর ২৪১০ ।

ইন্দ্রজিৎ বণিকের বাড়ি রাজধানীর কৃষ্ণনগর এলাকায়। ঘরে পাঁচজনের সংসার। টমটমের উপর নির্ভর করে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রোজগার করেন তিনি। এদিকে অন্যান্য টমটম চালকরা জানান, বর্তমানে তারা রাস্তায় টমটম দাঁড় করিয়ে রেখে কোথাও যেতে ভয় পাচ্ছে। তাদের ধারণা পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করছে না। নাহলে এভাবে চুরির ঘটনা সংগঠিত হতে পারে না। তাও আবার দিন দুপুরে। তারা জানিয়েছে, মহারাজগঞ্জ বাজার, লেইক চৌমুহণি বাজার, বটতলা বাজার এবং দুর্গা চৌমুহনি বাজারে চোরচক্র রয়েছে। তারা এইগুলি সংগঠিত করছে বলে জানান। আরো জানান তারা শুধুমাত্র ব্যাটারির জন্য টমটম চুরি করছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে টমটম চালকদের মধ্যে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য