স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর : ত্রিপুরা টি অকশনকে সামনে রেখে শুক্রবার প্রথমবারের মতো ত্রিপুরাতে অনুষ্ঠিত হয় ক্রেতা ও বিক্রেতাদের নিয়ে ভাইয়ার্স মিট। রাজধানীর এক বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয় এই মিট। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সমির ঘোষ, টি বোর্ডের অধিকর্তা মানিক লাল দাস সহ অন্যান্যরা।
এই মিট-এ দেশের বিভিন্ন নামি দামি টি কোম্পানি গুলি অংশ গ্রহণ করে। এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন পূর্বতন সরকারের সময় চা শিল্পের উপর কোন গুরুত্ব দেওয়া হয় নি। বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। তার জন্য প্রথম বারের মতো ত্রিপুরা রাজ্যে ক্রেতা ও বিক্রেতাদের নিয়ে ভাইয়ার্স মিটের আয়োজন করা হয়েছে। শুধুমাত্র সরকার নয়, চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে এক সাথে কাজ করতে হবে।