Thursday, December 12, 2024
বাড়িরাজ্যচুরির অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে খুন

চুরির অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে খুন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ডিসেম্বর :  এক যুবকের বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে খুন করল বিশালগড় লক্ষ্মী বিল এলাকার কিছু অতি উৎসাহী যুবক। মৃত যুবকের নাম সজল নমঃ। বয়স ২৪। বাড়ি বনকুমারি এলাকায়। ঘটনায় বিবরণে জানা যায়, সম্প্রতি সজল নমঃকে লক্ষী বিল এলাকায় ব্যাটারি চোর বলে অভিযোগ তুলে কিছু মানুষ তাকে বেধড়ক মারধর করে। পরবর্তী সময়ে বিশালগড় থানার পুলিশকে খবর দিয়ে তাকে তুলে দেওয়া হয়। তারপর থানা থেকে সজল নমঃকে ছেড়ে দেওয়া হয়। বাড়ি ফিরে সে অসুস্থতা বোধ করতে শুরু করে। দুদিন পর সে বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

 সে তার স্ত্রীকে জানায়, কিছু মানুষ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বেধড়ক মারধর করেছে। এতে তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। সাথে সাথে তার স্ত্রী তাকে নিয়ে যায় বিশালগড় হাসপাতালে। বিশালগড় হাসপাতাল থেকে কর্তব্যরত চিকিৎসক রেফার করেন আইজিএম হাসপাতালে। কিন্তু আইজিএম হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কা জনক। রেফার করা হয়েছে জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে আনার পর বুধবার রাত দশটার নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন সজল। কান্নায় ভেঙে পড়ে তার স্ত্রী এবং পরিবার পরিজন। ঘরে দুটি কোলের সন্তান এবং স্ত্রী রয়েছেন। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়ে স্ত্রী। পারিবারিক আর্থিক অবস্থা অনেকটাই অচল। কিভাবে দুই সন্তান নিয়ে বাঁচবে তা ভেবে উঠতে পারছে না। স্বামীর ন্যায্য বিচার চেয়ে এই কথা জানিয়েছেন মৃত সজলের স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য