Thursday, December 12, 2024
বাড়িরাজ্যসঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান দেখতে এন্টি পাসের জন্য পর্যটন দপ্তর ঘেরাও...

সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান দেখতে এন্টি পাসের জন্য পর্যটন দপ্তর ঘেরাও করে চলে বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ডিসেম্বর : ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট ২০২৪-এর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশের কিংবদন্তি সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। বুধবার থেকে পর্যটন দপ্তরের অফিসে এন্ট্রি পাস প্রদান শুরু হয়েছে। বিনামূল্যে এই এন্ট্রি পাস প্রদান করা হচ্ছে। এন্ট্রি পাশের জন্য বৃহস্পতিবার সকাল থেকে পর্যটন দপ্তরের অফিসের সামনে ভিড় জমায় শতশত মানুষ। একটা সময়ের পর দীর্ঘ লাইন ক্রমশ বাড়তে থাকে। কয়েক কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে পড়ে এই লাইনে। পর্যটন দপ্তরের অফিসে দুইটি কাউন্টারে এন্ট্রি পাস প্রদান করা হচ্ছে।

এইদিন পর্যটন দপ্তরের অফিসে দুইটি কাউন্টারে এন্ট্রি পাস প্রদান করা হলেও চরম অব্যবস্থার অভিযোগ করেন এন্ট্রি পাস সংগ্রহ করতে আসা লোকজন। ঘণ্টার পর ঘণ্টা এন্ট্রি পাসের জন্য দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে হয়েছে সাধারন মানুষকে। পাস সংগ্রহ করতে আসা লোকজনদের অভিযোগ পাস প্রদানের ক্ষেত্রে অত্যন্ত বিলম্ব হচ্ছে। এতে করে যারা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে তারা এন্ট্রি পাস পাবে কিনা সন্দেহ প্রকাশ করেন পাস সংগ্রহ করতে আসা লোকজন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো দুপুর আড়াইটার পর্যটন দপ্তরের অফিস বন্ধ করে ফেলা হয়। তখন লাইনে দাঁড়িয়ে থাকা হাজার হাজার যুবক-যুবতী থেকে শুরু করে মাঝ বয়সি পুরুষ মহিলাও ক্ষেপে যায়। একটা সময়ে তারা ধৈর্য হারা হয়ে বিক্ষোভে শামিল হয়। বিকাল সাড়ে চারটা পর্যন্ত পর্যটন দপ্তরের কর্মীদের ভেতর থেকে বাইরে আসতে দেওয়া হয়নি। একটা সময়ের পর পরিস্থিতি এতটা উত্তেজিত হয়ে ওঠে যে আধা সামরিক বাহিনী পর্যন্ত মোতায়েন করতে হয় ঘটনাস্থলে। শুধু তাই নয়, পর্যটন দপ্তরের কর্মীরা ভেতরে তারা দিয়ে নিজেদের সুরক্ষা করে। ধীরে ধীরে সন্ধ্যা হতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রতীক্ষিত মানুষের প্রশ্ন, নিয়ম অনুযায়ী যদি সঠিকভাবে পাস দেওয়া হতো তাহলে এমন সমস্যা হতো না। অত্যন্ত তালবাহানা চলছে গত দুদিন ধরে। পর্যাপ্ত পাসের ব্যবস্থা না করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে তারা কেউ কেউ অভিযোগ তুলে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য