স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্যতামূলক সাক্ষাৎ করলেন তিপ্রা মথার সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সঙ্গে ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ কৃতি সিং দেববর্মা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তারা। তিপ্রা সা একর্ড নিয়ে ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তির বিষয়টিও উঠে আসে এই আলোচনায়।
আলোচনা হয় বর্তমান ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে। এছাড়া ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এর অন্তর্ভুক্ত এলাকাগুলোতে ১২৫ তম ধারা বাস্তবায়নের বিষয়টি নিয়েও আলোচনা হয়। চলতি মাসেই নর্থইস্ট কাউন্সিল বৈঠকের সূচনা করতে রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময়ে এই সমস্ত বিষয়গুলোর সমাধান নিয়ে আলোচনা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন বলে একটি টুইটও করেছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন।