স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : ৩৭ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট সহ দুই নেশা কারবারিকে আটক করল কলমচৌড়া থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় সোমবার গভীর রাতে কলমচৌড়া থানার পুলিশ ভেলুয়ার চর নাকা পয়েন্টে যানবাহন চেকিং-এ বসে। সেই সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দুই নেশাকারবারি নেশা সামগ্রী নিয়ে বক্সনগরে আসছে। যথারীতি পুলিশ ওত পেতে বসে।
গোপন সংবাদ অনুযায়ী দুই নেশাকারবারি ভেলুয়ারচর নাকা পয়েন্টে আসার সাথে সাথে পুলিশ তাদেরকে আটক করে। ধৃতদের তল্লাসি চালানোর পর তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ৩৭ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট। যার বাজার মূল্য আনুমানিক ৮০ লক্ষ টাকা। কলমচৌড়া থানার ওসি নাড়ু গোপাল দেব জানান ধৃতরা হল রফিকুল ইসলাম ও কবির হোসেন। তাদের বাড়ি যথাক্রমে বক্সনগর ও মানিক্যনগর এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে এই ইয়াবা ট্যাবলেটের মালিক মাহাবুল আলম। তার বাড়ি বক্সনগরে। সোমবার ধৃত দুই নেশাকারবারিকে আদালতে সোপর্দ করে পুলিশ।