স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল : রবিবার রাজ্যের ১৪০০ কমন সার্ভিস সেন্টারে বিভিন্ন প্রকল্পগুলির সুবিধাভোগীদের নিয়ে আলোচনা হয়। সমগ্র দেশে ৭ লক্ষ কমন সার্ভিস সেন্টারে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য গুলির রাজ্য সরকার স্বচ্ছ ভাবে প্রকল্পগুলি মানুষের কাছে পৌছানোই মূল লক্ষ্য।
রবিবার এই জন ধন প্রকল্প সম্পর্কে বেনিফিসেয়ারীদের অবগত করতে এবং তাদের সঙ্গে মত বিনিময় করতে ভাটি অভয় নগরে আয়োজিত কার্যক্রমে অংশ নিয়ে এই কথা বলেন প্রদেশ বিজেপি-র সভাপতি তথা সাংসদ ডাঃ মানিক সাহা। আগে দিল্লি থেকে এক টাকা পাঠালে রাজ্যের মানুষের কাছে এসে পৌছুত ২৫ পয়সা। তার থেকে বাঁচার জন্য প্রধানমন্ত্রী এই প্রযুক্তিকে ব্যবহার করে সি এস সি-র মাধ্যমে এই পরিষেবা পৌঁছে দিচ্ছে। জন ধন প্রকল্প প্রধানমন্ত্রী শুরু করেছিলেন। সি এস সি-র মাধ্যমে ব্যাঙ্কে জিরো ব্যাল্যান্সে একাউন্ট খোলা হয়। অনেক বেনিফিসেয়ারী তাঁর সুবিধা নিচ্ছেন। এই জন ধন প্রকল্পের কারনে মিডেল ম্যান প্রথা বন্ধ হয়েছে বলে জানান তিনি। বেনিফিসেয়ারী সঙ্গে কথা বলে তাঁর সুবিধা ও অসুবিধা সম্পর্কে অবগত হন তিনি।