স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল : রবিবার পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত ভারত বাংলাদেশ পর্যটন উৎসব ২০২২ -এর অঙ্গ হিসেবে সকালে শোভাযাত্রা বের করা হয় আগরতলা শহরে। শ্বেত মহল দপ্তরের কার্যালয়ের সামনে থেকে এই র্যাকলীর সূচনা হয়। মিছিলে ভারত বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ থেকে আগত ইন্টার্নেশনাল ট্যুরিজম কনফারেশনের চেয়ারম্যান নুর ইসলাম লেনিন বলেন ভারত-বাংলাদেশের মধ্যে মৈত্রী আগামী দিনে বজায় থাকবে। বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় ভারত অনেক ত্যাগ করেছে। বাংলাদেশের প্রায় ১৭ লক্ষ বাঙালিকে ত্রিপুরা স্থান দিয়েছে। মাটি এবং মানুষ দুই দেশেরই এক। শুধু মাঝখানে তার কাটার বেড়া। দুই দেশের মধ্যে সৌভাতৃত্বময় নিবিড় সম্পর্ক আগামী দিনে বজায় থাকবে। বাংলাদেশে মনে করে ভারত তাদের স্থায়ী বন্ধু। আর এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে জানান তিনি। মিছিলটি শহর পরিক্রমা করে। তুলে ধরা হয় ত্রিপুরার চিরাচরিত সংস্কৃতি।