স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল : বহুমুখী উদ্দেশ্য সাধনের লক্ষ্যে রবিবার এক সাইকেল মিছিল অনুষ্ঠিত হয়। মূলত জ্বালানি ব্যবহারের প্রয়োজনীয়তার পাশাপাশি ভারত কা অমৃত মহোৎসব ও খেলাধুলায় ছেলেমেয়েদের আকৃষ্ট করতে আয়োজিত হলো এই সাইকেল মিছিল।
ও এন জি সি এিপুরা শাখার উদ্যোগে হয় এই মিছিলে। এদিন ও এন জি সি-র ত্রিপুরা অ্যাসেটের সামনে থেকে সাইকেল মিছিলটি শুরু হয়। ও.এন.জি.সি কমপ্লেক্সে এই রেলির উদ্বোধন করেন অ্যাসেট ম্যানাজার তরুন মল্লিক। জন সচেতনতা মূলক এই রেলিতে প্রায় তিন শতাধিক প্রতিনিধি অংশগ্রহন করে।