স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : ২০২২ সালের পর রাজ্যে আর টেট পরীক্ষা হয়নি। চাকরির আশায় বহির্রাজ্য থেকে সহজ পন্থায় মোটা অংক ব্যয় করে বিএড এবং ডি এল এড কোর্স করে বর্তমানে বেকার হয়ে হতাশায় ভুগছে হাজার হাজার চাকরি প্রত্যাশী যুবক যুবতী। সোমবার অল ত্রিপুরা বি এড এবং ডি এল এড আন এমপ্লয়েড ইয়ুথ ফোরামের পক্ষ থেকে রাজধানীর সিটি সেন্টারে সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়।
পরে শিক্ষা ভবনে গিয়ে জে আর বি টি অফিসের সামনে বিক্ষোভ দেখায় ক্ষুদ্ধ বেকাররা। এক বেকার যুবক জানায়, ব্যাংক থেকে ঋণ নিয়ে শিক্ষকের যোগ্যতা অর্জন করে এখন তারা হতাশ হয়ে বসে আছে। কারণ ২০২২ সালের পর রাজ্যে কোন টেট পরীক্ষা গ্রহণ করা হয়নি। রাজ্যে দিন দিন ডিগ্রীধারী বেকারের সংখ্যা বাড়ছে। সরকার নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বন্ধ রাখায় হতাশ হয়ে পড়ছে বেকার মহল। বছরে দুবার নিয়োগ প্রক্রিয়ার নিয়ম থাকলেও সরকার নিয়োগ করছে না বলে অভিযোগ তুলে এদিন জে আর বি টি -র দৃষ্টি আকর্ষণ করে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে জানান। আরো বলেন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এডিসি প্রশাসনের কাছে চিঠি দেওয়ার পরেও কোন সদুত্তর মিলেনি। তাই তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন।