স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : রবিবার আচমকা বন্ধ উজ্জয়ন্ত প্রাসাদ। দূর দুরান্ত থেকে ছুটির দিনে পর্যটকরা এসে ফিরে গেলেন। দুর্ভোগের শিকার হয়েছেন বলে অভিযোগ তোলেন পর্যটকরা। পর্যটকদের দাবি, তারা এ দিন ভেতরে প্রবেশ করতে না পারার কারণ হিসেবে উজ্জয়ন্ত প্রাসাদের কর্মীদের কাছে জানতে চাইলে তাদের বলা হয়েছে ভিআইপিদের কথা চিন্তা করে বন্ধ রাখা হয়েছে। কিন্তু আগে থেকে কোন ধরনের প্রচার করা হয় নি। এক মহিলা পর্যটক জানান, যেহেতু রাজ্যের দূর-দূরান্ত থেকে পর্যটক আসে তাই প্রয়োজন ছিল ভিআইপিদের নিরাপত্তা রক্ষা করার পাশাপাশি সাধারণ পর্যটকদের জন্য উজ্জয়ন্ত প্রাসাদ খোলার রাখার।
নাহলে মানুষ দূর দূরান্ত থেকে এসে হয়রানের শিকার হয়। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটকরা। ছুটির দিনে উজ্জয়ন্ত প্রাসাদের ঐতিহ্য চাক্ষুষ করতে এসে ফিরে গেলেন এক গৃহবধূ। তিনি বলেন, উজ্জয়ন্ত প্রাসাদের সামনে লেখা আছে আজ থেকে ভিআইপি-রা মিউজিয়াম দেখবে, তাই বন্ধ রাখা হয়েছে সাধারণ পর্যটকদের জন্য। কিন্তু ভিআইপিদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করে যদি সাধারণ পর্যটকদের জন্য মিউজিয়াম দেখার ব্যবস্থা রাখা হতো তাহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতো না। দূর দুরান্ত থেকে পর্যটকরা এসে ঘুরে যাওয়াটা অত্যন্ত কষ্টের। আগামী দিন যাতে এ বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়। এদিকে স্থানীয় কিছু ব্যবসায়ী জানায়, সকাল থেকে বহু পর্যটক এসে ফিরে গেছে। তারা আগে থেকে বন্ধ থাকার বিষয়ে কিছু জানতেন না। এভাবে হুট করে বন্ধ রাখায় চরম দুর্ভোগ হয়েছে পর্যটকদের। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের। কারণ এটা স্ট্রেট স্টেট মিউজিয়াম হিসেবে পরিচিত। আবার অনেকের অভিযোগ ভেতরে গেট টুগেদার পার্টি চলছে। কিন্তু পর্যটকদের এই ধরনের হয়রানির করায় সমালোচনার ঝড় উঠেছে।