Saturday, January 18, 2025
বাড়িরাজ্যপণ্যবাহী গাড়ির সাথে সংঘর্ষ পুলিশের গাড়ির, আহত তিন পুলিশ কর্মী

পণ্যবাহী গাড়ির সাথে সংঘর্ষ পুলিশের গাড়ির, আহত তিন পুলিশ কর্মী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : পণ্য বোঝাই লরির সাথে পুলিশের গাড়ির সংঘর্ষে আহত এক মহিলা এএস‌আই সহ দুইজন এসপিও জ‌ওয়ান। ঘটনার বিবরণে জানা যায়, বহিঃরাজ্য থেকে আগরতলা আসার পথে আমবাসা থানাধীন ম্যাগাজিন পাড়া এলাকায় জাতীয় সড়কে AS-01-SC-1151 নম্বরের লরিটি উল্টো দিক থেকে আসা আমবাসা থানার একটি জিপসি গাড়ি সজুড়ে ধাক্কা দেয়। জানা যায় পুলিশের গাড়িতে লরিতে মাঝ বরাবর ধাক্কা দেয়।

 তখন গাড়িতে থাকা এ‌এস‌আই মমতা দেব্বর্মা, এস পি ও কিরণ তেলেঙ্গা এবং অমলেন্দু চাকমা আহত হয়। তাদেরকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জেলা পুলিশ সুপার সহ আমবাসা থানার পুলিশ। এদিকে পুলিশ লরি সহ চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই বিষয়ে ওসি নন্দ লাল দাস বিস্তারিত জানান। এদিকে চালকের বক্তব্য রাস্তা ছোট হ‌ওয়ার কারণে বাঁক নিতে গিয়ে দূর্ঘটনা ঘটে। থানার জিপসি গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে ধলাই জেলা হাসপাতালে।  

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য