স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : বিকল্প জাতীয় সড়কের কাজে অনিয়ম সহ একাধিক সমস্যা নিরসনের দাবিতে পথ অবরোধে বসলো আমজনতা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা রানী বাড়ি রোড এলাকায়। জানা যায়, ধর্মনগর থেকে বড় গোল কদমতলা হয়ে আসাম সীমান্ত ঝেরঝেরী পর্যন্ত প্রায় এগারো কিমি বিকল্প জাতীয় সড়কের কাজ পুনরায় শুরু হয়েছে। বিকল্প জাতীয় সড়কের কাজটির বরাদ পেয়েছে বহি: রাজ্যের ইয়োগা কনস্ট্রাকশন কোম্পানি।
তারা রাস্তা তৈরি করতে গিয়ে প্রতিদিন ১৬ চাকা, ১৮ চাকা ডাম্পার গাড়ি দিয়ে ওভার লোড মাটি বহন করছে।তাতে একদিকে যেমন ধুলাবালির যন্ত্রণায় অতিষ্ঠ পথচারী সহ রাস্তার পাশে থাকা বসত বাড়ির মানুষজন।অন্যদিকে ভারী গাড়ি চলাচলের ফলে রাস্তা ভেঙ্গে বড় বড় খানাখন্দে পরিনত হচ্ছে। কদমতলা থেকে রানী বাড়ি সড়কটির উপর বিভিন্ন জায়গায় গর্তে মাটি পড়ে কাঁদায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। যার ফলে প্রতিদিন ছোট-বড় যান দুর্ঘটনা সংঘটিত হচ্ছে বলে অভিযোগ অবরোধকারীদের।মূলত এরই প্রতিবাদ জানিয়ে এদিন সকাল থেকে রাস্তা অবরোধে শামিল হন এলাকাবাসী, ব্যবসায়ী ও গাড়ি চালকরা
। তারা কদমতলা রানী বাড়ি রোডের কদমতলা থানার সামনে রাস্তায় বাস ফেলে অবরোধে বসে। যার ফলে সড়কের উভয় পাশে শতাধিক ছোট বড় গাড়ি আটকে পড়ে চরম দুর্ভোগ দেখা দেয়। খবর পেয়ে ছুটে আসে কদমতলা থানার পুলিশ। কিন্তু পুলিশের আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার হয় নি। পরে পথ অবরোধের প্রায় আড়াই ঘন্টা পর খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন নির্মাণ সংস্থার সাইড ইঞ্জিনিয়ার রাম চন্দ্র প্রসাদ। তিনি এসে অবরোধকারীদের রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিলে প্রায় আড়াই ঘন্টা পর সকাল সাড়ে এগারোটায় পথ অবরোধ প্রত্যাহার করা হয়। পরে স্বাভাবিক হয় যান চলাচল।