স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : ভাটি ফটিকছড়া জেবি স্কুলে ৮ জন ছাত্র, ২ জন শিক্ষক রয়েছেন। তারপরও বিদ্যালয়ের পড়াশোনা লাটে উঠেছে দুজন শিক্ষকের কারণে। তারা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঠিকভাবে ক্লাস না করে নির্দিষ্ট সময়ের আগে ছুটি দিয়ে দেয় বলে অভিযোগ। মোহনপুরের অন্তর্গত ভাটি ফটিকছড়া এলাকা স্থিত ভাটি ফটিকছড়া জে বি স্কুলের পড়াশোনা জন্ম লগ্ন থেকেই এভাবে চলে আসছে।
যার কারণে বিদ্যালয়ের দিকে উৎসাহ নেই এলাকার অভিভাবক মহলের। যতদিন যাচ্ছে বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা হ্রাস পাচ্ছে। অভিযোগ, বিদ্যালয় শুরু হয় সকাল ৮ টা থেকে, কিন্তু সময়ের আগেই নিজেদের মর্জিমাফিক ছুটি দিয়ে দেন স্কুলের দুই শিক্ষক। সাংবাদিকদের দেখে বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করে স্কুল কর্তৃপক্ষ।স্কুলটির পড়াশোনা এই ভাবেই চলছে দীর্ঘ দিন ধরে, যার ফলে ছাত্র ছাত্রীদের ভবিষৎ সংকটে। প্রশ্ন হচ্ছে আর কতদিন এভাবে চলবে বিদ্যালয়টি? প্রতিমাসে মোটা অংকের বেতন পেয়ে এভাবেই দায়িত্ব এড়িয়ে চলেছেন বিদ্যালয়ের দুই শিক্ষক। সুত্রে খবর এলাকার জনপ্রতিনিধিদের সাথে দুই শিক্ষকের বেশ ভালো বোঝাপড়া রয়েছে। যার কারণে সবকিছু মাপ হয়ে যাচ্ছে দুই শিক্ষকের।