স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ডিসেম্বর : নেশা পাচার এবং নেশা বিক্রির সাথে এবার সরাসরি যুক্ত হয়ে গেছে কিছু মহিলা। গত কয়েকদিনে কয়েকজন মহিলা আটক হওয়ার পর ধীরে ধীরে সেই তথ্য পুলিশের সামনে উঠে আসছে। এবার ৫০ বোতল ফেন্সিডিল সহ বহিঃরাজ্যের এক মহিলা ও এক অটো চালককে আটক করল আমতলি থানার পুলিশ। ধৃত মহিলার নাম রুপা দেবী। বাড়ি বিহারের কাটোয়া জেলায়। অপরদিকে ধৃত অটো চালকের নাম অনিপ সূত্রধর। তার বাড়ি ত্রিপুরা রাজ্যে। আমতলি থানার এক পুলিশ অফিসার জানান বৃহস্পতিবার সকালে আমতলি থানার পুলিশ সিদ্ধি আশ্রম রেল স্টেশন রোডে কর্তব্যরত অবস্থায় সন্দেহ জনক একটি অটো আটক করে।
অটোর মধ্যে রুপা দেবী নামে এক মহিলা ছিল। অটো চালক ও রুপা দেবীকে জিজ্ঞাসাবাদ চালানো হলে তাদের কথায় অসংগতি ধরা পরে। এতে পুলিশ কর্মীদের সন্দেহ হয়। তখন আইন মেনে অটো সহ রুপা দেবীর শরীরে তল্লাশি চালানো হয়। তল্লাসি চালানোর সময় মহিলা পুলিশ কর্মীরা দেখতে পায় রুপা দেবীর শরীরে হলুদ রং-এর কাপড় দিয়ে অনেক গুলি ফেন্সিডিলের বোতল বাধা অবস্থায় রয়েছে। পাশাপাশি ওনার সাথে থাকা ব্যাগেও ফেন্সিডিল ছিল। মোট ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে রুপা দেবী স্বীকার করে সে আগেও এই ভাবে ফেন্সিডিল পাচার করেছিল। অটো চালক অনিপ সুত্রধর এই ফেন্সিডিল পাচারের সাথে যুক্ত। ধৃতদের তিন দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করল আমতলী থানার পুলিশ বলে জানা যায়।