স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ডিসেম্বর : নদীতে ঝাঁপ দিয়েও চোরের রক্ষা হয়নি। উত্তেজিত জনতা চোরকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনা সোনামুড়া মধুবন এলাকা। ঘটনার বিবরণে জানা যায় সোনামুড়া থানাধীন সোনামুড়া নগর পঞ্চায়েতের ৫ নাম্বার ওয়ার্ড মধুবন মূল সড়কের সঙ্গে শ্যামল ভদ্রের বাড়ি। শ্যামল ভদ্র পেশায় একজন রাজমিস্ত্রি। অন্যান্য দিনের ন্যায় শ্যামল ভদ্র আজ রাজমিস্ত্রি কাজে বের হন, দুপুরের নাগাদ শ্যামল ভদ্রের কাছে পাশের বাড়ির কোন একজন তাকে ফোন করে জানা তার ঘরে চুরি হয়েছে।
শ্যামল ভদ্র তড়ি ঘড়ি করে বাড়িতে এসে দেখেন, তার ঘরের দুটি দরজার তালা ভাঙ্গা, এবং ঘরের ভিতর লন্ডভন্ড হয়ে রয়েছে, তার কাজের কিছু সরঞ্জাম চুরি করে চোর। যদিও সে আগে শ্যামল ভদ্র ঘরে চুরি করে বেঁচে গেলেও এবার কিন্তু বাঁচতে পারেনি, শ্যামল ভদ্রের ঘরে সোনামুড়া কলেজ টিলার রুকন মিয়ার ছেলে হানিফ মিয়া, যে নাকি সবসময় বিভিন্ন এলাকা চুরি করে থাকে, এবং প্রতিনিয়ত ইয়াবা, কোটা, ব্রাউন সুগার ইত্যাদি নেশা করে থাকে। চোর হানিফ মিয়া আজকে শ্যামল ভদ্র ঘরে চুরি করার সময়, পাশের বাড়ির এক মহিলা চোরকে দেখে চিৎকার শুরু করে। আশেপাশের লোকজন মুহূর্তের মধ্যে ভিড় জমায়। এদিকে চোর হানিফ মিয়া নিজেকে বাঁচার জন্য গোমতী নদীতে ঝাঁপ দেয়। তাকে গোমতী নদী থেকে উদ্ধার করে উত্তেজিত জনতা উত্তম মধ্যম দিয়ে সোনামুড়া পুলিশের হাতে তুলে দেয়। আর ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে।