Thursday, December 26, 2024
বাড়িরাজ্যমা এবং বাবাকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগ পাষণ্ড পুত্র এবং তার স্ত্রীর...

মা এবং বাবাকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগ পাষণ্ড পুত্র এবং তার স্ত্রীর বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর : জগদ্ধাত্রী মা এবং বাবাকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগ পাষণ্ড পুত্র এবং তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চমালা ১ নং ওয়ার্ড এলাকায়। পাষণ্ড পুত্রের নাম হংস সরকার। জানা গেছে এলাকার রঞ্জন সরকারের বড় ছেলে হংস সরকার গত ১০ বছর আগে  রাজধানী আগরতলা শহরের যোগেন্দ্রনগর এলাকার পুরবী দাসকে ভালবেসে বিয়ে করে। বিয়ের পর থেকেই হংস এবং তার স্ত্রী পূরবী দাস তার বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায়। বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়েও পুত্র হংস সরকার এবং তার স্ত্রী পূরবী দাস বাবা রঞ্জন সরকার এবং মা দিপালী সরকারের উপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করছে।

 তারপরেও তারা পুত্র এবং পুত্রবধূর নির্যাতন সহ্য করে আসছিল। এরই মধ্যে সোমবার পুত্র হংস সরকার এবং পুত্রবধূ পূরবী দাস বাবা রঞ্জন সরকার এবং মা দিপালী সরকারের সাথে ঝগড়া বিবাদ শুরু করে, এমনকি এক সময় তাদের উপর আক্রমণ করারও চেষ্টা করে। যদিও পরে তারা পুত্র এবং পুত্রবধূর আক্রমণের হাত থেকে রক্ষা পায়। মঙ্গলবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অসহায় মা বাবা পুত্র এবং পুত্রবধূর সেই নির্যাতনের কথা তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। রঞ্জন সরকার এবং তার স্ত্রী দিপালী সরকার জানিয়েছেন, ছোটবেলা থেকে খুব কষ্ট করে হংস সরকারকে কূলে পিঠে করে বড় করেছেন। কিন্তু একদিন সেই পুত্র এবং পুত্রবধূর হাতে নির্যাতনের শিকার হতে হবে তা তারা কোনদিন ভাবেন নি। তবে পুত্র এবং পুত্রবধূর এই ধরনের আচরণে গোটা কাঞ্চনমালা এলাকায় নিন্দার ঝড় বইছে। পুত্র এবং পুত্রবধূর এই ধরনের অপরাধ সমাজ কোনদিন মেনে নেবে না বলেও জানা গেছে এলাকাবাসীদের পক্ষ থেকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য