স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর : আন্দোলনের ঘোষণা দিয়ে স্থগিত রাখলো তিপরা মথার যুব সংগঠন ওয়াই টি এফ। মঙ্গলবার রাজ অন্দরে সাংবাদিক সম্মেলন করে ওয়াই টি এফ -এর সভাপতি সুরজ দেববর্মা জানান, পুরাতন রাজভবন তাজ গ্রুপের হাতে তুলে দিয়ে পাঁচতারা হোটেল নির্মাণ করার যে পরিকল্পনা সরকার গ্রহণ করেছে এর বিরোধিতা করে আগামী ৫ ডিসেম্বর রাজধানীর সার্কিট হাউস থেকে সচিবালয় পর্যন্ত মিছিল করে ডেপুটেশন প্রদান করার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু তখন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ রাজ্যে উপস্থিত থাকবেন না।
তাই এই কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। আগামী দিন প্রদ্যোত কিশোর দেববর্মণের উপস্থিতিতে এই কর্মসূচি সংগঠিত করা হবে। আরো জানান, পুরাতন রাজভবনটি শুধুমাত্র তিপরা মথার আবেগ নয়, গোটা রাজ্যবাসীর আবেগ। তাই রাজন্য স্মৃতি মুছে পাঁচতারা হোটেল যাতে নির্মাণ করা না হয় তার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে তারা দাবি করেন প্রয়োজনে পুরাতন রাজভবন রাজ্যের মিউজিয়াম হিসেবে গড়ে তোলার।