স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর : বেআইনিভাবে সরকারি রাস্তা দখল করে ব্যবসা করার সুযোগ কাউকে দেবে না আগরতলা পুর নিগম। একই সাথে কোন সমাজদ্রোহীর কাছে মাথা নত করবে না সরকার এবং পুর নিগম। মঙ্গলবার লক্ষীনারায়ণ মন্দির সংলগ্ন এলাকায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি দেখতে গিয়ে সাফ জানিয়ে দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
তিনি বলেন লক্ষীনারায়ণ মন্দিরের বিপরীত পাশে রাস্তা দিয়ে প্রতিদিন ট্রাফিক জ্যাম লেগে থাকত। কারণ রাস্তার পাশে বেশ কিছু ব্যবসায়ী বিনা লাইসেন্সে জমি দখল করে রেখেছিলেন। তারপর নিগমের পক্ষ থেকে তাদের উচ্ছেদ করা হয়। কিন্তু উচ্ছেদের সময় কিছু সমাজদ্রোহীরা সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তাদের কাছে মাথা নত করে নি নিগম কর্তৃপক্ষ। তাদের বলে দেওয়া হয়েছে কোন ধরনের বেআইনি কার্যকলাপ বরদাস্ত করবে না এ সরকার। যেহেতু মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র প্রায় বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরেও ছিল। তারপর উচ্ছেদ অভিযানের পর এলাকায় নতুন করে স্টল নির্মাণ করা হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে এলাকায় লাইসেন্স নিয়ে ব্যবসা করে আসছে তাদের মধ্যে সাতজনকে স্টল গুলি বন্টন করা হবে। আগামী এক মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে বলে জানান মেয়র।