স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর : মঙ্গলবার রাজধানীর ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের মাঠে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেমসের আয়োজন করা হয়। মন্ত্রী টিংকু রায় প্রদীপ প্রজ্বলন করে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেইমসের উদ্বোধন করেন। তারপর তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া ছেলে মেয়েদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, লক্ষ্য স্থির থাকলে সিদ্ধি লাভ হবেই।
কোন অবস্থাতেই কেউ রুখতে পারবে না। আরো বলেন, গত ১০ বছর ধরে কেন্দ্র সরকার দিব্যাঙ্গন ছেলে মেয়েদের জন্য কাজ করে চলেছে। তাদের আত্মসম্মান কিভাবে বাড়ানো যায় সেদিকে গুরুত্ব দিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দিব্যাঙ্গনদের পেনশন ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে দুই হাজার টাকা করা হয়েছে। বিবাহ করার সময় তাদের ২০১৮ -র আগে ৫ হাজার টাকা করে দেওয়া হতো, বর্তমান সরকার সে অর্থ রাশি বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করেছে। তিনি আরো জানান আজকে যারা এই প্রতিযোগিতায় জয়ী হবে তারা আগামী ১৮ এবং ১৯ ডিসেম্বর রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে প্যারা অলিম্পিকে অংশ নেবে। আয়োজিত এদিনের অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।