Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যবাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর : বিজেপির ডক্টর সেলের উদ্যোগ রবিবার অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। রাজধানীর আইজিএম হাসপাতালে আয়হিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন নীতি আয়োগের নির্দেশে পাইলট প্রজেক্ট হিসাবে ১২৫ টি বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পাইলট প্রজেক্ট সফল হলে, পরবর্তী সময় সরকারি ও সরকার অনুদান প্রাপ্ত স্কুল গুলিকে এই প্রজেক্টের আওতায় নিয়ে আসা হবে। ত্রিপুরা রাজ্যে বর্তমানে নেশায় আসক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

নেশায় আসক্ত ও নেশা সামগ্রী বিক্রেতাদের চিহ্নিত করতে হবে। নেশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারের নজরে নিয়ে আসতে হবে বিষয় গুলি। বর্তমান রাজ্য সরকার মানব বান্ধব। সরকারের একার পক্ষে নেশা মুক্ত ত্রিপুরা রাজ্য গড়া সম্ভব নয়। সকলকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশে বর্তমানে যে অবস্থা চলছে কোন দিন এমনটা হবে ভাবা যায় নি। ভারত থেকে অনেক কিছু বাংলাদেশকে দেওয়া হয়। বাংলাদেশ থেকেও অনেক কিছু আমদানি করা হয়। বর্তমানে এই আমদানি রপ্তানি বাণিজ্যের মধ্যে সমস্যা দেখা দিয়েছে।

এই ভাবে বেশিদিন চলবে না। ত্রিপুরা রাজ্যে বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। রাজ্যের মানুষকে যেন বহিঃরাজ্যে চিকিৎসার জন্য যেতে না হয় তার ব্যবস্থা করার চেষ্টা চলছে। বহিঃরাজ্যের বড় বড় ৮ টি সংস্থা রাজ্যে হাসপাতাল স্থাপন করতে ইচ্ছা প্রকাশ করেছে। মনিপুরের সিজা হাসপাতাল রাজ্যে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করে সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপন করতে চাইছে। তার জন্য একটা জায়গা চিহ্নিত করে রাখা হয়েছে। মন্ত্রীসভার বৈঠকে বিল পাশ হয়ে গেলে, বাকি সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এইদিনের রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। শিবিরে এইদিন বিজেপির ডক্টর সেলের সদস্য সদস্যারা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য