স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর : আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে অন্যান্য বছরের ন্যায় এই বছরও একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ত্রিপুরা মানবাধিকার কমিশনের পক্ষ থেকে। তারই অঙ্গ হিসাবে রবিবার অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। ত্রিপুরা মানবাধিকার কমিশনের অফিসে অনুষ্ঠিত হয় এই বসে আঁক প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় ক্ষুদে ক্ষুদে অঙ্কন শিল্পীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তথা উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি এসসি দাস এক সাক্ষাৎকারে জানান ১০ ডিসেম্বর প্রতি বছর মানবাধিকার দিবস পালন করা হয়। এই মানবাধিকার দিবসকে সামনে রেখে এইদিন বসে আঁক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিশুরা যেন মানবাধিকারের বিষয়ে অবগত হতে পারে তার জন্য শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।