স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর : বাংলাদেশ থেকে অপহৃতা ভারতীয় এক মহিলা। মহিলার নাম ফাতেমা খাতুন। বাড়ি সোনামুড়া থানাধীন শুভাপুর এলাকায়। বাংলাদেশের আত্মীয়র বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বিবির বাজার ইমিগ্রেশন থেকে সোনামুড়া শুভাপুরের এক মহিলাকে অপহরণ করল দুষ্কৃতিকাররা। ঘটনার বিবরনে জানা যায়, সোনামুড়া থানাধীন শুভাপুর এলাকার সাদেক মিয়ার স্ত্রী ফাতেমা খাতুন পাসপোর্ট ও ভিসা লাগিয়ে গত ২৭ নভেম্বর বাংলাদেশ কোঠবাড়ী রাইচর আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। সে আত্মীয়ের বাড়ির সঙ্গে এলাকার কিছু লোকের সঙ্গে ঝগড়া হয়, সে ঝগড়া এক সময় আক্রমণে গিয়ে পৌঁছায়।
এ অবস্থা দেখে সোনামুড়া সুভাপুরের ফাতেমা খাতুন আজ সকালে তার নিজস্ব বাড়ি আসার পথে বাংলাদেশের সাহাপুরের রাসেল মিয়া, সাইদুল ইসলাম, সুমন মিয়া এই তিন দুষ্কৃতিকারীদের নেতৃত্বে ওই মহিলাকে বাংলাদেশে বিবির বাজার চেকপোস্টের ভিতর থেকে অপহরণ করে নিয়ে যায়। অথচ ওই সময়ই বাংলাদেশের বিজিবি, কাস্টম, পুলিশ উপস্থিত থাকার পরেও দুষ্কৃতিকারিরা তাকে অপহরণ করে। বাংলাদেশের প্রশাসন কোন ভূমিকা গ্রহণ করে নি বলে অভিযোগ। আর এই খবর যখন সোনামুড়া শুভাপুর ফাতেমা খাতুনের স্বামী সাদেক মিয়া ও তার ছেলে পারভেজের কাছে এসে পৌঁছায় তখন তারা তড়িঘড়ি করে সোনামুড়া থানায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা করে। বৈধভাবে বাংলাদেশে গিয়ে ভারতের নাগরিক অপহরণকে কেন্দ্র করে মানুষের ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, প্রশ্ন উঠতে শুরু করেছে, পাসপোর্ট ভিসা দিয়ে কি ভারতের নাগরিক বাংলাদেশের যাওয়ার পরও কোন নিরাপত্তা নেই।