স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর : রবিবার বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে মহিলা কলেজের এন এস এস ইউনিটের ছাত্রীদের উদ্যোগে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এন এস এস ইউনিটের ছাত্রীরা মহিলা কলেজের সামনে একত্রিত হয়ে মারণবিধি এইচআইভি ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য প্রতিরোধক হিসেবে কি কি করতে হবে সে নিয়ে সচেতনতামূলক বার্তা সম্মিলিত লিফলেট তুলে দেওয়া হয় মানুষের হাতে। সাধারণ মানুষ কি কি ভাবে এই ভয়াবহ সংক্রামক রোগে আক্রান্ত হতে পারে এবং এই ভয়াবহ সংক্রামক রোগে আক্রান্ত হলে কি ধরনের লক্ষণ দেখা যায় সেগুলোও তুলে ধরা হয় এই লিফলেটের মধ্যে।