Tuesday, December 3, 2024
বাড়িরাজ্য১৩৫ কোটি টাকা বিদ্যুৎ বকেয়া বাংলাদেশের কাছে : রতন

১৩৫ কোটি টাকা বিদ্যুৎ বকেয়া বাংলাদেশের কাছে : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্ববর : রাজ্যে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হয় ৬০০ মেগাওয়াট। এর মধ্যে বিদ্যুতের চাহিদা রয়েছে ২৫০ মেগাওয়াট। বাংলাদেশকে দেওয়া হচ্ছে ৬০ ওয়াট। বাংলাদেশ থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ যাচ্ছে ৬ টাকা ৬৩ পয়সা। এত কম টাকা ইউনিট হওয়ার পরেও ১৩৫ কোটি টাকা বকেয়া রয়েছে বাংলাদেশে। শনিবার বিদ্যুৎ নিগম কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন বিদ্যুৎ নিগমের মন্ত্রী রতন লাল নাথ। তিনি আরো বলেন, বিদ্যুৎ উৎপাদনে খরচ বেড়েছে। এক ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় ৭ টাকা ৫৬ পয়সা।

 ০ থেকে ৩০ ইউনিট পর্যন্ত খরচ করা গ্রাহকদের ৩ টাকা ৭৯ পয়সার বিনিময়ে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। ০ থেকে ৫০ ইউনিট পর্যন্ত খরচ করা গ্রাহকদের ভর্তুকি দিয়ে ৪ টাকা ৭১ পয়সার বিনিময়ে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, ২০১৮ -তে রাজ্যে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ছিল ৭ লক্ষ ২১ হাজার। বর্তমানে বিদ্যুৎ গ্রাহক বেড়ে হয়েছে ১১ লক্ষ ২৪ হাজার। এই পরিস্থিতিতে গত শারদোৎসবের সময় নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পরিষেবা দিয়েছে বিদ্যুৎ নিগমের কর্মীরা। তাদের মধ্যে যারা কঠোর পরিশ্রম করেছে এবং নিজেদের আনন্দ উৎসব থেকে দূরে সরিয়ে রেখেছে তাদের পুরস্কৃত করা হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য