স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্ববর : শিক্ষক স্বল্পতা ও শিক্ষিকা বদলির প্রতিবাদে সাব্রুম-মনুঘাট সড়ক অবরোধে সামিল হল ছাত্র-ছাত্রীরা। শনিবার সাব্রুম মহকুমার কল্যাণনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধে সামিল হয়। ছাত্র-ছাত্রীরা জানায় তাদের বিদ্যালয়ে নেই পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা।
তার উপর বিদ্যালয়ের এক জন দিদিমণিকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রাত বিভাগ চলছে ২ জন শিক্ষিকা দিয়েছে। বিদ্যালয়ে নেই বায়ু সাইন্সের কোন শিক্ষক। তাই তাদের দাবি বিদ্যালয়ের প্রাত বিভাগে আরও তিন জন শিক্ষক প্রদান করতে হবে। পাশাপাশি যে দিদিমণিকে বদলি করা হয়েছে। সেই দিদিমণিকে বদলি করা যাবে না। তার সাথে বিদ্যালয়ে বায়ু সাইন্সের একজন শিক্ষক প্রদান করতে হবে। ছাত্র-ছাত্রীরা এইদিন সড়ক অবরোধ করেছে এই খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যান এলাকারই নব্য বিজেপি নেতা দীপক পাল। তিনি স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যানের পাশাপাশি বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের মেম্বারও। তিনি অবরোধস্থলে গিয়ে ছাত্র-ছাত্রীদের হুমকি ও গালিগালাজ করতে থাকেন। শেষে পর্যন্ত এই নব্য বিজেপি নেতার রক্ত চক্ষুর ভয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ তুলে নিতে বাধ্য হয়।