Saturday, December 7, 2024
বাড়িরাজ্যসিজা হাসপাতাল ত্রিপুরা রাজ্যে ৭০০ কোটি টাকা ব্যয় করে সুপার স্পেসালিটি হাসপাতাল...

সিজা হাসপাতাল ত্রিপুরা রাজ্যে ৭০০ কোটি টাকা ব্যয় করে সুপার স্পেসালিটি হাসপাতাল খুলতে ইচ্ছা প্রকাশ করেছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্ববর : শনিবার আগরতলার দশরথ দেব ভবনে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার ২১ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন কাজ করলে কাজের শেষ নেই। অনেকে আবার উন্নয়ন চায় না। কারন উন্নয়ন হলে তাদের জন্য সমস্যা। লক্ষ্য স্থির থাকলে যে কোন কাজ করা যায়। কিডনি প্রতিস্থাপনের বিষয়ে বলা হয়েছিল। বর্তমানে কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়েছে।

 লিভার প্রতিস্থাপনেরও প্রচেষ্টা রয়েছে। বোর্ণ মেরু প্রতিস্থাপনের ব্যবস্থা করারও প্রয়াস রয়েছে। ত্রিপুরা রাজ্যে বর্তমানে উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। কিন্তু মানুষের মধ্যে একটা মানসিকতা তৈরি হয়ে গেছে রাজ্যে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই। বহিঃরাজ্যে গেলেই উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের জন্য রোগীর পরিবারকে কোন টাকা খরচ করতে হয় না। জিবি হাসপাতাল চত্বরে ১০০ আসন বিশিষ্ট মা ও শিশুর জন্য হাসপাতালের জন্য ডোনার মন্ত্রক থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে। সহসাই কাজ শুরু হয়ে যাবে। মনিপুরের সিজা হাসপাতাল ত্রিপুরা রাজ্যে ৭০০ কোটি টাকা ব্যয় করে সুপার স্পেসালিটি হাসপাতাল খুলতে ইচ্ছা প্রকাশ করেছে। তাদের জন্য জায়গা চিহ্নিত করে রাখা হয়েছে। মন্ত্রীসভায় বিল পাশের পর সবকিছু চূড়ান্ত করা হবে।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার সভাপতি ডাক্তার প্রদীপ ভৌমিক, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরারর সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য