স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্ববর : বৃহস্পতিবার রাজ্য মন্ত্রী সভার বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শুক্রবার মহাকরনে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী সভার সিদ্ধান্তের বিষয়ে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তিনি জানান গ্রাম উন্নয়ন দপ্তরে ১৯৮ টি জুনিয়র ইঞ্জিনিয়ার পদে লোক নিয়োগ করা হবে। যারা ডিগ্রি প্রাপ্ত তারা ১০৫ টি পদে ও যারা সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করেছেন তারা ৯৮ টি পদে আবেদন করতে পারবেন। টিপিএসসি-র মাধ্যমে শূন্যপদ গুলি পূরণ করা হবে।
শিক্ষা দপ্তরে স্নাতক ও অস্নাতক ১ হাজার ৫৬৬ টি শূন্য পদ সৃষ্টি করে পূরণ করা হবে। রাজ্যে শিক্ষক স্বল্পতা দুরীকরণের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। টিআরবিটি-র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অস্নাতক শিক্ষক পদ রয়েছে ১ হাজারের অধিক। এছাড়াও মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিদ্যাজ্যোতি স্কুল গুলির জন্য ১১২ টি পদে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। কারা দপ্তরে ১৫১ জন ওয়ার্ডেনের পদ সৃষ্টি করা হয়েছে।
দ্রুত এই পদ গুলি পূরণ করা হবে। পুরানো রাজভবনকে পাঁচতারা হোটেলের জন্য দেওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এই বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত কিংবা মৌ স্বাক্ষর হয়নি। বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। তবে তিনি জানান পুরনো রাজভবন ভাঙা হবে না। সাংবাদিক সম্মেলনে সুশান্ত চৌধুরী এইদিন স্পষ্ট জানান পুরানো রাজভবন নিয়ে, কোন সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা অবগত করা হবে। তবে সরকারের সিদ্ধান্তকে সকলে স্বাগত জানানো উচিত।