Saturday, December 7, 2024
বাড়িরাজ্যটি আই এস এফ -এর ডেপুটেশন

টি আই এস এফ -এর ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্ববর : সরকার থেকে এখন পর্যন্ত কোন ষ্পষ্টিকরণ সামনে উঠে না আসলেও রাস্তায় নেমেছে তিপরা মথার শাখা সংগঠন দাবি করছে ত্রিপুরার পুরাতন রাজভবন তথা পুষ্পবন্ত প্রাসাদ সরকার তাজ হোটেলে হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। শুক্রবার টি আই এস এফ -এর পক্ষ থেকে পর্যটন দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয় মিছিলটি।

উপস্থিত ছিলেন দলের নেতৃত্ব। তাঁরা জানান, এটি রাজ্যের ইতিহাস। সরকার যাতে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে তার জন্য শুক্রবার পর্যটন দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। দলের নেতৃত্ব দাবি জানান, কোনভাবেই সরকার যাতে এই সিদ্ধান্তে অগ্রসর না হয়। বাম আমলে এভাবে রাজন্য তৈরি সম্পদ নাম পরিবর্তন করা হয়েছে। একইভাবে বর্তমান সরকার অগ্রসর হচ্ছে। তাই আজকে ডেপুটেশন দিয়ে দাবি প্রত্যাহারের কথা জানানো হয়েছে। নাহলে বৃহত্তর আন্দোলনে নামবে। উল্লেখ্য, ১৯১৭ সালে মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য দেববর্মন এই প্রাসাদের নির্মাণ করেছিলেন। তার জন্য আমলে এটি মানিক্য রাজাদের অতিথি শালা হিসেবে ব্যবহার করা হতো। ১৯৪৯ সালে ত্রিপুরা ভারতীয় ইউনিয়নের সাথে সংযুক্ত হয়ে ৪.৩১ এখন এ প্রাসাদ প্রদান কমিশনারের বাংলোতে এবং ২০১৮ সাল পর্যন্ত রাজভবনে রূপান্তরিত হয়। ২০১৮ সালে রাজভবন টি একটি নতুন ভবনে স্থানান্তরিত হয়। তারপর বর্তমান সরকার এটি গ্রন্থাগার হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখন এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। যাতে করে রাজ্যের আর্থিক বিকাশ হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য