স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্ববর : শুক্রবার সকালে রেড রান ম্যারাথন হয় আগরতলা শহরে। এইচআইভি কিভাবে প্রতিহত করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। রাজধানীর উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হয় এই ম্যারাথন দৌড়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডঃ বিশাল কুমার সহ অন্যান্যরা।
দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া ছেলে-মেয়েদের উদ্দেশ্যে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, সারা দেশের সাথে ত্রিপুরাতে এইচআইভি -র সংখ্যা বেড়ে চলেছে। কিভাবে এইচআইভি সম্পর্কে সচেতন হওয়া যায় সেদিকে নজর রাখতে হবে সকলকে। যার কারণে আজকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকলে যাতে সজাগ থেকে এইচআইভি প্রতিরোধ করতে সফল হয় এর আহ্বান জানিয়েছেন তিনি।