স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্ববর :মাইকেল দেববর্মার নামে এক চৌদ্দ বছরের যুবকের সফল অস্ত্রপচার হয় আগরতলা হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজে। জানা যায় মাইকেলের জন্মসূত্র থেকেই পেটের সমস্যা ছিল। দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন। ডাক্তারের কাছে গেলেও কিছুই আঁচ করতে পারেনি। আগরতলা হাঁপানিয়া হাসপাতালে গেলে রোগ নির্ণয় হয়। তারপর অস্ত্রপচার করা হয়। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অনুরুদ্ধ বসাক।
তিনি আরো বলেন, তার পেটের বিভিন্ন অংশ একদিক জমাট বেধেছিল। বর্তমানে এগুলো সঠিক জায়গায় নির্ধারণ করে দেওয়া হয়েছে। ষ সঠিক সময়ে যদি রোগ নির্ণয় করা যেত তাহলে সে আরো দ্রুত সুস্থ হয়ে উঠতো। তবে বর্তমানে সুস্থ রয়েছেন মাইকেল। কর্তব্যরত চিকিৎসক আরো বলেন, এই রোগ অত্যন্ত বিরল। সঠিক সময় মত চিকিৎসা না হলে জীবন ঝুঁকিতে পড়তে পারে।