Saturday, December 7, 2024
বাড়িরাজ্যসম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ নভেম্বর ২০২৪:   উল্লাস নব ভারত সাক্ষরতা কার্যক্রম কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ধলাই জেলার নতুন স্বাক্ষর ব্যক্তিদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুলাই কলোনি উচ্চ বিদ্যালয়ে । ধলাই জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের উদ্যোগে এবং এনআইএলপি ধলাই ও এস এল এম এ ত্রিপুরার সহযোগিতায় আয়োজিত হয় এই অনুষ্ঠান। রাজ্যে প্রথম ধলাই জেলা নতুন স্বাক্ষরদের সংবর্ধনা প্রদান করেছে।

এদিন ৫৯ জন নতুন স্বাক্ষরদের সংবর্ধনা প্রদান করা হয়। ২০২৪ সালে ধলাই জেলার ব্লক গুলি থেকে সাক্ষরতা পরীক্ষায় ১০৯৮ জন  অংশগ্রহণ করে। এর মধ্যে ৫৯ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। এদিন তাদের হাতে শংসাপত্র ও সম্মাননা সূচক স্মারক উপহার তুলে দেওয়া হয়।  মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা, জেলা শিক্ষা দপ্তরের ও এস ডি অপু চন্দ , কুলাই কলোনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন সাহা সহ আরো অনেকেই ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য