স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ নভেম্বর ২০২৪: বাংলাদেশে একটা অমানবিক সরকার জঘন্যতম পরিস্থিতির সৃষ্টি করেছে। এই পরিস্থিতি মানবিকতাকে হার মানাচ্ছে। মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করছে এই ভয়াবহ পরিস্থিতি। বেশ উদ্বিগ্নতার সঙ্গেই এমন অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।
বৃহস্পতিবার”মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা 2024-25 এবং অন্যান্য প্রকল্পের অধীনে পশ্চিম ত্রিপুরা জেলার মৎস্য চাষীদের সুবিধা বিতরণ” করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে।
এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বর্তমানে পুরো বিশ্ব সংকটময় পরিস্থিতিতে চলছে। বাংলাদেশে একটা অমানবিক সরকার জঘন্যতম পরিস্থিতির সৃষ্টি করেছে। এই ভয়াবহ পরিস্থিতি হার মানিয়েছে মানবতাকে। মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করছে। বাংলাদেশে এখন আল কায়েদার সন্ত্রাসবাদীরা শান্তির দূত হিসেবে বেরিয়ে বেড়াচ্ছে। জীবনে যারা কটু কথা বলেননি, কখনো হাতে লাঠি পর্যন্ত নেন নি, যারা সব সময় কৃষ্ণের নাম জপ করে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন সাধারণ মানুষের মধ্যে সেই ইসকনের চিন্ময় মহাপ্রভু সহ অন্যান্য সন্ন্যাসীদের মারধর করা হচ্ছে জেলে পুড়ে দেওয়া হচ্ছে। মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার
দীপক মজুমদার, বিধায়িকা মিনা রানী সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ দপ্তরের অন্যান্য পদাধিকারীরা। অনুষ্ঠান শেষের সুবিধা ভোগীদের মধ্যে এই প্রকল্পে বিভিন্ন সুবিধা গুলো তুলে দেওয়া হয়।