স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ নভেম্বর ২০২৪: দীর্ঘ দিন ধরে উদয়পুর পূর্ব গকুলপুর পশ্চিম পাড়া এস বি স্কুলের ছাদে/ ছাত্রীরা বিদ্যালয়ের সামনে দিয়ে বালু বোঝাই গাড়ি যাবার ফলে বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। দেখা দেয় কাশি, সর্দি, শ্বাসকষ্ট।
তাই বাধ্য হয়ে অবশেষে বৃহস্পতিবার বিদ্যালয়ের ছাএ/ ছাত্রীরা বিদ্যালয় ছেড়ে রাস্তায় নেমে বিদ্যালয়ের সামনে যাতে করে কোন বালুর গাড়ি না যায় সেই জন্য রাস্তায় নামা। যদি গাড়ি যেতে হয় তাহলে রাস্তায় জল দিতে হবে যাতে করে কোন ধুলাবালি না উড়ে।তাই অবশেষে জল দিতে শুরু হয় রাস্তায়।এমন ও দেখা গেছে এই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাএ সৌরভ দাশ রাস্তায় জল দিচ্ছে কারন হিসাবে