Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যনিগমের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান

নিগমের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ এপ্রিল : সারা দেশে স্মার্ট সিটি আওতায় রয়েছে আগরতলা শহর।আগরতলা শহরকে সুন্দর ও যানজট মুক্ত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি পূরণ করছে বর্তমান পুর বোর্ড। আগের সরকার টাকা থাকা সত্ত্বেও এই কাজগুলি করে যায়নি। বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

 তবে স্মার্ট সিটির কাজ চালিয়ে যেতে সহযোগিতা করতে শহরবাসীকে আহ্বান জানান মেয়র দীপক মজুমদার।বৃহস্পতিবার আগরতলা স্মার্ট সিটির  উদ্যোগে এবং  আগরতলা পুর নিগমের  সহায়তায় বটতলা ফরেস্ট অফিস সংলগ্ন হাওড়া বস্তি এলাকায় হাওড়া বস্তির পুনর্বাসন প্রাপকদের মধ্যে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত মেয়র আরো বলেন, শহরের আধুনিক সুযোগ সুবিধা পেতে হলে শহরবাসীকে কিছুটা কষ্ট ভোগ করতে হবে।

হাওড়া বস্তির পুনর্বাসন প্রাপকদের মধ্যে ৮৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে মেয়র জানান এই এলাকায় যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন তাদের এক বছর ৩ হাজার টাকা করে প্রতিমাসে প্রদান করা হবে।  যাতে আবার তারা ব্যবসা করতে পারেন। সরকার মানুষের পাশে রয়েছে। কিন্তু শহরের উন্নয়নে যখন বর্তমান পুর বোর্ড কাজ শুরু করে সেই সময় কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি দেউলিয়া হয়ে রাজনীতি শুরু করে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তা ব্যর্থ হয়েছে বলে জানান তিনি। এদিন ৩৭ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য