স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ এপ্রিল : ভারতীয় জনতা পার্টি তপশিলি জাতি মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে বাবা সাহেব ডঃ বি আর আম্বেদকরের ১৩২ তম জন্ম জয়ন্তী পালন করা হয়। ডঃ বি. আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ বিজেপি-র সভাপতি তথা সাংসদ ডাঃ মানিক সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি-র রাজ্য সাধারন সম্পাদক টিঙ্কু রায়, মেয়র দীপক মজুমদার, তপশিলি জাতি মোর্চার সভাপতি টোটন দাস সহ অন্যান্যরা। পরে ডঃ মানিক সাহা জানান, ১৮৯১ সালের ১৪ এপ্রিল জন্ম গ্রহণ করেন বাবা সাহেব ডাঃ বি আর আম্বেদকর। এই উপলক্ষ্যে রাজ্যে সমস্ত বুথ, মন্ডল ও জেলা স্তরে কার্যক্রম রাখা হয়েছে। ৬ এপ্রিল ছিল বিজেপি-র স্থাপনা দিবস। তারই অঙ্গ হিসাবে ২০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। এর মধ্যে বাবা সাহেব ডাঃ বি আর আম্বেদকরের জন্মদিন উদযাপন অন্যতম। তাঁর চিন্তা ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে লিফলেট বিতরণ করা হয় এদিন। দলিতদের জন্য যে কাজ করে গেছেন তার উল্লেখ আছে এই লিফলেটে বলে জানান প্রদেশ বিজেপি-র সভাপতি তথা সাংসদ ডাঃ মানিক সাহা।