Sunday, February 16, 2025
বাড়িরাজ্যকাব্যলোক এর বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান

কাব্যলোক এর বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ এপ্রিল।  অন্যান্য বারের মতো এবারও কাব্যলোক চৈতালি হাওয়ায় পুরনো বছরকে বিদায় জানিয়ে বরণ করা হবে নববর্ষকে। বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান মালায় গাঁথা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আগরতলা শহরের মহারানি তুলসিবাতি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আগামী ১৪ এপ্রিল তথা ৩১ চৈত্র অনুষ্ঠিত হবে বর্ষ বিদায়ের গান, কবিতা পাঠ, বরেণ্যের শিল্পীদের নৃত্য শৈলী।

 এবং আগামী ১৫ এপ্রিল তথা ১ বৈশাখ একই অনুষ্ঠানে প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। বুধবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান কাব্যলোকের পরিতোষ সাহা। কাব্যলোক আয়োজিত বর্ষবরণ ও বর্ষ বিদায় অনুষ্ঠানে এবার পশ্চিমবঙ্গ থেকে সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে থাকবেন মহিলা পরিচালিত ব্যান্ড মাদল। রহিনি রায় চৌধুরী এবং অভিষেক মিত্রের নেতৃত্বে একদল শিল্পী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এবং কাব্যলোক সম্মান পাবেন পুতুল নাচের কিংবদন্তি শিল্পী সুরেশ দাস। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন উত্তম চক্রবর্তী, অলকা ভট্টাচার্যী, শিল্পী সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য