স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : আক্রান্ত চিত্র সাংবাদিক সুজিত আচার্যকে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে দেখতে গেলেন ত্রিপুরা হিউম্যান রাইট অর্গানাইজেশনের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি আক্রান্ত চিত্র সাংবাদিক সুজিত আচার্যের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত অবগত হয়। এ বিষয়ে ত্রিপুরা হিউম্যান রাইট অর্গানাইজেশনের পক্ষ থেকে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, দুষ্কৃতীদের হাত থেকে কোনক্রমে প্রানে বেঁচে গেছেন চিত্র সাংবাদিক সজিত আচার্য। এই ঘটনার অবশ্যই নিন্দা জানানো হচ্ছে। পাশাপাশি যারা এই ঘটনার সাথে জড়িত সেই দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি করা হচ্ছে।
তিনি আরো বলেন এই ঘটনা জানার পর মনে হচ্ছে রাজ্যে মাফিয়া রাজ চলছে। তাই এ ধরনের ঘটনা সংগঠিত করার সাহস পেয়েছে তারা। এই দুষ্কৃতিকারীরা বুঝতে পারছে রাজ্যে আইনের শাসন নেই। তাদের অবাধ লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে বলে জানান তিনি। উল্লেখ্য, রবিবার মলয়নগর বাইপাস এলাকায় অনুকূল ঠাকুরের উৎসব সরাসরি সম্প্রচারের জন্য গিয়েছিল সে। লাইভ সম্প্রচার শেষ হতে রাত আনুমানিক ১২ টা বেজে যায়। তারপর সে সবকিছু গুছিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। দীর্ঘ সময় পর গাড়ি সেখানে পৌছায়।
তখন সে গাড়ির চালকের নিকট জানতে চায় কেন এত বিলম্ব হয়েছে। এতে গাড়ি চালক উত্তেজিত হয়ে যায়। পরে সে মালপত্র গাড়িতে তুলে দিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। সিদ্ধি আশ্রম এলাকায় আসার পর এই গাড়ি চালক একটি ইকো গাড়িতে করে ৫ থেকে ৬ জন যুবককে নিয়ে আসে। ইকো গাড়িটি প্রথমে তাঁর বাইকের পিছনে ধাক্কা দেয়। এতে সে বাইক নিয়ে পড়ে যায়। তারপর অভিযুক্ত গাড়ি চালক সহ ইকো গাড়িতে থাকা যুবকরা লোহার রড দিয়ে তাকে বেধড়ক ভাবে মারধর করে। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে আসে। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আহত চিত্র সাংবাদিক সুজিত আচার্যকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।