স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : প্রাক্তন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়ার আশ্বাস অনুযায়ী আড়াই বছরে কোন দাবি পূরণ হয়নি। মঙ্গলবার এমনটাই অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করে সরকারি ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন আত্মসমর্পণকারী বৈরী সংগঠন ডি.আর.এম.সি। এদিন আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সাধারণ সম্পাদক অমৃত রিয়াং জানান, ২০২২ সালের ১৩ জুন তৎকালীন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়ার সাথে বৈঠক হয় ডি.আর.এম.সি -র।
বৈঠকে নয় দফা দাবি উত্থাপন করা হয়েছিল মন্ত্রীর কাছে। মন্ত্রী বৈঠকে উপস্থিত রাজ্যের মুখ্য সচিব, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে আশ্বাস দেন ৯ দফা দাবি অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে প্রত্যেক আত্মসমর্পণ কারীর পরিবারকে ঘর প্রদান করা হবে, পাওয়ার টিলার মেশিন দেওয়া হবে, ১০০০ পরিবারকে রাবার প্লান্টেশন দেওয়া হবে, শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা হবে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় থাকা মামলা তুলে নেওয়া হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখন পর্যন্ত একটি দাবিও পূরণ করেনি বর্তমান সরকার। তাই সরকারের উদ্দেশ্যে আজকে সাংবাদিক সম্মেলন থেকে দাবি জানানো হচ্ছে অবিলম্বে যাতে উল্লিখিত দাবি গুলি পূরণ করা হয়। নাহলে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাস থেকে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান তিনি।