Saturday, January 18, 2025
বাড়িরাজ্যসংবিধান দিবস উপলক্ষে কর্মসূচির ঘোষণা

সংবিধান দিবস উপলক্ষে কর্মসূচির ঘোষণা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর :  ২৬ নভেম্বর সংবিধান দিবস। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়। প্রতি বছর রাজ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনটিকে পালন করা হয়। এই বছরও দিনটিকে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হবে। এই বছর সংবিধান কার্যকর হওয়ার ৭৫ বছর পূর্ণ হবে। তাই ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া কর্মসূচি আগামি এক বছর চলতে থাকবে।

 মঙ্গলবার উমাকান্ত একাডেমী থেকে শুরু হবে পদযাত্রা। এই পদ যাত্রা উজ্জয়ন্ত প্রসাদে গিয়ে শেষ হবে। পদযাত্রায় উপস্থিত থাকবেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান রাজ্যের আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য। তিনি পদযাত্রায় সকলকে সামিল হওয়ার জন্য আহ্বান জানান। তিনি আরও জানান মঙ্গলবার সকল সরকারি অফিস আদালত ও স্কুলে প্রস্তাবনা পাঠের মাধ্যমে সংবিধানকে স্মরণ করা হবে। এছাড়াও বছর ব্যাপী কর্মসূচির জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এইদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য