স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : খোয়াইতে কংগ্রেস দলের সাংগঠনিক সভাতে যোগদান করতে এসে বামফ্রন্ট এবং বিজেপিকে এক হাতে নিলেন এ আই সি সির সাধারণ সম্পাদক ক্রিস্টোফার তিলক। তিনি বলেন তৎকালীন সময়ের বামফ্রন্টের মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং বর্তমান সময়ের বিজেপি দলের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হিংসা ও নির্যাতনের উপর রাজনীতি করছেন। সোমবার দুপুরে খোয়াই ব্লক কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনে এক সাংগঠনিক বৈঠকে যোগ দিতে আসেন এ আই সি সির সাধারণ সম্পাদক ক্রিস্টোফার তিলক।
এই দিন তিনি ছাড়া সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা, এছাড়া উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সম্পাদক কার্তিক দেবনাথ কংগ্রেস দলের তেলিয়ামুড়া জেলা কমিটির সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্যী সহ অন্যান্যরা। এদিন সংগঠন সভা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস দলের এ আই সি সির সাধারণ সম্পাদক ক্রিস্টোফার তিলক বলেন, ত্রিপুরাতে অনেক ধরনের সমস্যা রয়েছে। তার মধ্যে মহিলাদের উপর নির্যাতন সব থেকে বেশি। তার উপর কেন্দ্র করেই রাজনীতি করে আসছে বিভিন্ন দলগুলি। এই ধরনের হিংসা ও নির্যাতনের উপর ভিত্তি করে পূর্বতন মুখ্যমন্ত্রী ও বর্তমান বিজিবি দলের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা হিংসাত্মক শক্তি ব্যবহার করে রাজনীতি করণ করছেন বলে অভিযোগের আঙ্গুল তুলেন কংগ্রেস দলের এ আই সি সির সাধারণ সম্পাদক ক্রিস্টোফার তিলক তাদের বিরুদ্ধে ।
এই সব রাজনীতিতে মহিলা এবং যুবকদের কোন ধরনের লাভ হচ্ছে না বারবার এই সমস্যাগুলি সামনে চলে আসতে দেখা গেছে যায়। ফলে দেখা যাচ্ছে রাজ্য স্কুল রয়েছে শিক্ষক নেই , হাসপাতাল রয়েছে চিকিৎসক নেই এই ধরনের আরো অনেক সমস্যা নিয়ে চলছে রাজ্যের রাজনীতি করণ তাতে করে রাজ্যের কোন ধরনের উন্নতির কোন লক্ষণ দেখা যাচ্ছে না । শুধু উন্নয়নের মিথ্যা গল্পের উপর ভিত্তি করেই বর্তমান সরকারটি শাসন করে চলেছে । আগামী চার বছর বাকি ২০২৮ সালের রাজ্য নির্বাচনের তারমধ্যে ২০১৮ এর নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত গত ছয় বছরে কি কি কাজ করেছেন রাজ্য সরকার এই বিষয়ের উপর কংগ্রেস দল একটি চার্জশিট বানাবে যা ২০২৫ সালের জানুয়ারি মাসে লাগু হবে । এবং কংগ্রেস দলের প্রতিটি সদস্য জনগণের বাড়ি ঘরে গিয়ে গিয়ে বিজেপি সরকার বিগত দিনে কি কি কাজ করেছে সেই চার্জশিট অনুযায়ী কাজের মূল্যায়ন করবে ।