স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : সিপিআইএম ডুকলি মহকুমা দপ্তরে অনুষ্ঠিত হয় মেগা রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্ব। এইদিনের শিবিরে বহু রক্তদাতা উৎসাহের সাথে স্বেচ্ছায় রক্তদান করেন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এক সাক্ষাৎকারে জানান সিপিআইএম দলের বিভিন্ন কর্মসূচির মধ্যে অন্যতম হলো রক্তদান শিবির। রাজ্যের বিভিন্ন স্থানে সিপিআইএম কর্মী সমর্থকরা রক্তদান শিবির করে থাকে। কারণ রক্তদান হলো মহত্বম দান।
এর চেয়ে বড় কোন দান হয় না। সমাজ পরিবর্তনে ও সার্বিক উন্নয়নে ভারতের কমিউনিস্ট পার্টি বরাবরই প্রতিজ্ঞাবদ্ধ। এই দলের সমর্থকরা দেশের উন্নয়নের জন্য রাজনীতি করে। মানুষের জন্য কাজ করার উদার মানসিকতা রয়েছে তাদের মধ্যে। কারণ রাজনীতি যারা করে তাদের মধ্যে সংকীর্ণতা হলে চলবে না। আজ রাজনীতির নামে দেশের মধ্যে নানা অপকৌশল হচ্ছে। এর বিপরীত হলো ভারতের কমিউনিস্ট পার্টি। যা আজকের রক্তদান শিবির অন্যতম নিদর্শন বলে জানান তিনি। পরে তিনি রক্তদান শিবির ঘুরে দেখেন। রক্তদাতাদের শুভেচ্ছা জানান। তিনি রক্তদাতাদের সুস্বাস্থ্য কামনা করেন। আয়োজিত এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।