Sunday, January 26, 2025
বাড়িরাজ্য৪৮ হাজার গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ

৪৮ হাজার গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর :  বিলোনিয়া মহকুমার রাজনগর এক প্রকার গাঁজা চাষে রমরমা হয়ে উঠেছে। অর্থের মুনাফার লোভে কৃষি ফলন ছেড়ে দিয়ে চাষ করছে গাঁজা। সরকার কৃষির উন্নয়ন সহ কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করলেও কৃষিজ ফসল উৎপাদনে ততটা উৎসাহিত করতে পারছে না, যতটা গাঁজা চাষে উৎসাহ মানুষের। যার ফলে গাঁজা গাছে ছেয়ে আছে রাজনগর। রবিবার রাজনগর পিআর বাড়ি থানার অন্তর্গত মোনাই পাথর, হেতালিয়া, ওয়াংচেড়া ও কমলাকান্ত পাড়াতে অভিযান চালিয়ে ধ্বংস করলো গাঁজা বাগান।

 গোপন সংবাদের ভিত্তিতে এদিন ভোর চারটা থেকে বিলোনিয়া মহাকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ, সিআরপিএফ, আবগারী বিভাগ ও ৪৩ নং সীমান্ত রক্ষী বাহিনী সহ বনদপ্তরের কর্মীরা। অভিযানের পর মোনাই পাথর, হেতালিয়া, ওয়াংচেড়া ও কমলাকান্ত পাড়ার গভীর জঙ্গলে সাত একর সংরক্ষিত বনভূমিতে দেখা যায় গাঁজা বাগান। চৌদ্দটি প্লটে ৪৮ হাজার পরিপক্ক গাঁজা গাছ ধ্বংস করা হয়। এই অভিযান শেষ হয় সকাল সাড়ে আটটা নাগাদ। পুলিশ গাঁজা বাগানের মালিকের খোঁজে তদন্ত শুরু করেছে। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান রাজনগর পিআর বাড়ি থানার ওসি রতন রবি দাস। এখন দেখার বিষয় পুলিশ গাঁজা চাষীদের জালে তুলতে সক্ষম হয় কিনা। নাকি সবটাই বাঁকা পড়তে ম্যানেজ হয়ে যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য