স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : তিন মাস অতিক্রান্ত, বন্যায় ভেঙে যাওয়া ব্রীজ এখনো সংস্কারের কোন উদ্যোগ নেই প্রশাসনের। এই দৃশ্য লক্ষ্য করা গেল চড়িলাম আর ডি ব্লকের অন্তর্গত রংমালা ভিলেজের স্কুল মুড়া এলাকায়। অভিযোগ গত আগস্ট মাসের বন্যায় এলাকার ব্রীজ পুরোপুরি ভেঙে গেছে। তিন মাস ধরে ব্রীজটি সংস্কার করা হবে বলে শুধুমাত্র আশার বাণী শুনে যাচ্ছে গ্রামের মানুষ। কিন্তু সংস্কারের কোন উদ্যোগ নেই।
স্থানীয় প্রশাসন এবং এলাকার বিধায়ক থেকে শুরু করে সকলের জানা ব্রীজটি ভেঙে আছে। মানুষের চলাচল করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। বিশেষ করে রাতের বেলা এলাকা দিয়ে চলাচলের সময় বাইক চালকদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে ব্রীজ ভাঙার ফলে সৃষ্টি হওয়া বড় গর্তটি। এলাকাবাসী এখন পর্যন্ত বহুবার বিষয়টি স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কাজে হাত লাগানোর কোন লক্ষণ নেই। তাদের মধ্যে গুঞ্জন উঠেছে, বন্যার তিন মাস অতিক্রান্ত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ছিঁটে ফোঁটা সহযোগিতাও মিলেনি। এটাই জনদরদী জোট সরকারের উন্নয়ন। যাইহোক এলাকাবাসী দাবি তুলেছে ব্রীজটি দ্রুত সংস্কার করার জন্য।